দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় বড় ভাই খুন,ছোট ভাই আহত

0
131

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া(২২) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তারই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে নাঈম ও রায়হান তাঁরা দুই ভাই দাঁড়ালো অস্ত্র চুরি দিয়ে অতর্কিতভাবে মাসরুল মিয়াকে আঘাত করে পরে মাসুমকে। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় তাঁরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করে অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।