দুর্গাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ এর বিজয়ীদের পুরস্কার বিতরণ

0
205

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়ালি) উপস্থিত ছিলেননেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, থানা ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ১১ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৩টি পুরস্কার বিতরণ করা হয়।