দুর্গাপুরের দুটি বি সি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি রুহী

0
223

রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুটি বিসি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে (ভার্চুয়ালি) যুক্ত হয়ে এই দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।

উন্নয়নমূলক দুটি কাজ গুলো হলো, কেরনখলা রোড ভায়া ধানশিরা যুক্তিধর বিসি সড়ক উন্নয়ন কাজ চেইনেজ( ৩৬০০-৬২৭০ মিটার দৈর্ঘ্যের), অপরটি উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি হতে পূর্ববিলাশপুর বি সি সড়ক উন্নয়ন কাজ চেইনেজ (০০-১৫০০ মিটার দৈর্ঘ্যের।

ভিত্তিপ্রস্ত স্থাপনের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান,চন্ডিগড় ইউপি চেয়ারম্যান আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন পলাশ, শফিকুল ইসলাম শফিক,চন্ডিগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাবুর রহমান কাজল, উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার লোকজন।

এই সড়কগুলো উন্নয়ন কাজ শেষ হলে অত্র এলাকার হাজার হাজার মানুষের কষ্ট লাঘবসহ আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া অত্র এলাকার মানুষ তাদের কৃষিজাত পণ্য অতি সহজেই বাজারজাত করতে পারবে। দুটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এলাকাবাসীরা এমপি মহোদয়কে ধন্যবাদ জানান।