বাগেরহাটে অনুষ্ঠিত হল চড়ক উৎসব

0
121

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার : হাজার হাজার মানুষ অপলক তাকিয়ে দেলহছে পাট নাচানো চলছে উলুধ্বনি, শঙ্খ ধ্বনি। বাজছে ঢাক, বাজছে ঢোল। ভক্তরা তা নিয়ে মহাভক্তি ভরে দেব আদি দেব মহাদেবের নাম জপ করছেন।

প্রায় ২০০ বছরের ধরে বাগেরহাটে চিতলমারী উপজেলার চর ডাকাতিয়া গ্রামে সনাতন ধর্মের এ উৎসব অনুষ্টিত হচ্ছে। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে বরাবরের মত এবারও চড়ক উৎসব উপলক্ষে ২ দিনের মেলা মিলেছে এখানে।

চৈত্র সংক্রান্তির এ উৎসবটি চরডাকাতিয়া গ্রামে গত দুইশো বছরেরও বেশি এভাবেই হাজার হাজার ভক্ত-দর্শনার্থীর অংশ গ্রহনে পালিত হয়ে আসছে। প্রায় সপ্তাহখানেক আগে থেকেই চড়ক উৎসবের আয়োজন শুরু হয়। ধর্মানুরাগী সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে নৃত্যগীতের মাধ্যমে চড়ক পূজার জন্য ভিক্ষা সংগ্রহ করেন।

এরমধ্যে একদিন চলে উপবাস ও রাতে নিরামিষ ভোজ। চড়ক পূজার দু’দিন আগে হয় শ্মশান পূজা ও গৌরীর বিয়ে। গৌরীর নাচ, গান আর ঢাকের বাদ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে পরদিন হয় কালীনাচ।