প্রাণের চিপস কারখানায় আগুন, নারী শ্রমিকের মৃত্যু

0
73

হবিগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় নাজমা আক্তার নামের এক নারী শ্রমিক মারা গেছেন। অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য কারখানায় প্রবেশ করছিল। মুহূর্তের মধ্যে আগুন বহুতল ভবনের কারখানায় ছড়িয়ে পড়ে। শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম বলেন, ‘খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর চুনারুঘাটে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতর থেকে এখনো কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে রাজি হননি প্রাণের জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব। তিনি বলেন, ‘ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা থেকে রওনা দিয়েছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না। আগুনের খবর পেয়ে জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেনসহ বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

জেলা প্রশাসক বলেন, ‘নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক আগুনের ভয়ে ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অপর এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাে আনা হয়েছে।’