লিফলেটে বঙ্গবন্ধুর ছবি, শোকজের জবাবে যা বললেন ব্যারিস্টার সুমন

0
63

নিজের ছাপানো লিফলেট বা পোস্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেননি বা জয় বাংলা জয় বঙ্গবন্ধুও লেখেননি বলে দাবি করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মঙ্গলবার এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর আদেশের জবাবে তিনি এ দাবি করেন। দুপুরে অনেকটা নীরবে তিনি ব্যক্তিগত সহকারীর মাধ্যমে লিখিত জবাব পাঠান।

এতে তিনি উল্লেখ করেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার প্রার্থী ও সমর্থকরা তার বিরুদ্ধে এসব দিয়ে লিফলেট ছাপিয়ে অপপ্রচার করে থাকতে পারেন। এছাড়া তার অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীও লিফলেট, পোস্টার, ব্যানার ছাপিয়ে বিলি করছেন। কে বা কারা এসব করেছেন তা তার জানা নেই বলে তিনি কারণ দর্শানোর জবাবে উল্লেখ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল। তিনি জানান, মঙ্গলবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ব্যক্তিগত সহকারী রুহেল মিয়ার মাধ্যমে লিখিত জবাবটি প্রেরণ করেছেন।