কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চোরাই নগদ অর্থ উদ্ধার; গ্রেফতার ১

0
102

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক হরিণটানা থানার মামলা নং-১০, তারিখ-১৩/০৩/২০২৪, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে দিঘলিয়া থানাধীন পানিগাতী স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ০১) মোঃ টিটন খান (৩৫), পিতা-মোঃ হারুন খান, সাং-পানিগাতী, পশ্চিমপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা’কে চোরাই নগদ অর্থ ৮,৯৫,০০০/-(আট লক্ষ পচানব্বই হাজার) টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যর বিরুদ্ধে ১) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং-১১, তারিখ-২৬/০১/২০২৪ , ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড; ২) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং-০৭, তারিখ-১৫/১০/২০২১, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড; ৩) খুলনা এর পাইকগাছা থানার মামলা নং-১৩, তারিখ-১২/০১/২০২১, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড এবং ৪) বাগেরহাট এর রামপাল থানার মামলা নং-৪, তারিখ-০৫/০৫/২০২১ , ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ৩১ মার্চ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।