বাগেরহাটে জাল টাকার কারখানায় অভিযানে আটক ব্যবসায়ী

0
93

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা:বাগেরহাটে জাল টাকা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে পনেরো লাখ টাকা মূল্যের জাল নোটসহ ফয়সাল ইউনুস (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বাগেরহাট শহর যদুনাথ স্কুল সংলগ্ন কামাল হোসেনের ভবনের ছয় তলার একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।আটককৃত ফয়সাল চার মাস আগে থেকে কামাল হোসেনের বাড়ির ৬ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।অভিযান চালিয়ে সেখান থেকে জাল টাকা ও টাকা তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়।

আটক ফয়সাল ইউনুস কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারদাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পনেরো লাখ টাকা মূল্যের জাল নোট, জাল টাকা তৈরির মেশিন, রং, কাগজ জব্দ করা হয়েছে। ঈদকে সামনে রেখে প্রতারক চক্র জাল টাকা তৈরি করছিল বলে ধারনা করা যাচ্ছে।আটককৃতের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।