বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করল ভারত

0
47

সংসদে পাস হওয়ার প্রায় পাঁচ বছর পর ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকর করা হলো।সোমবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সারা দেশে সিএএ কার্যকর করা হয়েছে।

এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, লোকসভা ভোটের আগেই সিএএ চালু হয়ে যাবে। তাই হলো। ২০১৯ সালেই সংসদে সিএএ অনুমোদিত হয়েছিল। কিন্তু তারপর রুল ফ্রেম না হওয়ায় তা চালু হয়নি।

কী বলা হয়েছে সিএএ-তে?

সিএএ-তে বলা হয়েছে, প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে মুসলিম ছাড়া সংখ্যালঘুরা যদি ভারতে নাগরিকত্ব নিতে চান, তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তাদের ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পুরো প্রক্রিয়া অনলাইনে হবে। যোগ্য ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে।

সরকারের যুক্তি ছিল, তিনটি দেশেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাই সেদেশের সংখ্যালঘুরা নিপীড়নের কারণে ভারতে আশ্রয় ও নাগরিকত্ব চাইলে তাদের তা দেওয়া হবে। যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই তাদের এই আশ্রয় দেওয়ার কোনো যুক্তি নেই।

আর বিরোধীরা বলেছিল, ভারতে কখনোই ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয়নি এবং দেওয়া উচিত নয়।

সিএএ-র বিরোধিতা

২০১৯ সালে সংসদে পাস হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে সিএএ-র বিরোধিতায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে। দিল্লির শাহিনবাগে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলেছে। করোনার প্রকোপ বাড়ার পর সেই বিক্ষোভ বন্ধ হয়। কলকাতাসহ অনেক শহরেই সেই বিক্ষোভ ছড়িয়েছিল। কংগ্রেস, তৃণমূল, ডিএমকেসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্য ছিল, তারা ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিরোধী।

লোকসভা ভোটের আগে

আর কয়েকদিন পরেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তার আগে সিএএ কার্যকর করার কথা ঘোষণা করা হলো।

গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, লোকসভা ভোটের আগেই সিএএ চালু হয়ে যাবে। সেটাই হলো।

মতুয়া নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘ভোটের দিন ঘোষণার এক-দুই দিন বা তিন দিন আগেও সিএএ কার্যকর হতে পারে। দরকার হলে আদর্শ আচরণবিধি চালুর এক ঘণ্টা আগেও তা চালু হতে পারে।’

মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি কিছুতেই পশ্চিমবঙ্গে সিএএ চালু করতে দেবেন না।

মমতা বলেছেন, ‘যদি সাহস থাকত, তাহলে সিএএ আগে করত। লোকসভা ভোটের আগেই কেন সিএএ করতে হলো? নির্বাচনের দিন ঘোষণার দুই-তিনদিন আগে কেন সিএএ চালু করার ঘোষণা করা হচ্ছে? এটা রাজনৈতিক পরিকল্পনা।’

মমতা বলেছেন, তিনি কোনো বৈষম্য মানেন না। ধর্মীয় বৈষম্য হলেও মানেন না, বর্ণ-বৈষম্য হলেও নয়। তিনি নিয়মাবলী পড়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেবেন বলে জানিয়েছেন।

অন্যরা কী বলছেন?

কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘সিএএ চালু হলো মানে এই নয় যে, মাথায় আকাশ ভেঙে পড়লো । বিজেপি-ও চাঁদ ধরে আনলো না । এদেশের কেউ নাগরিকত্ব হারাবেন না।’ অধীরের দাবি, ‘লোকসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে । যদি সদিচ্ছা থাকত পাঁচ বছর আগেই সিএএ চালু করতে পারত।’

এদিকে দেশটির মুসলিমপন্থি দল এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ‘সিএএ মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে তুলবে। কেন্দ্র এই সিদ্ধান্ত নেওয়ায় আবার বহু মানুষ বাধ্য হয়ে প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারেন। সিএএ জাতিগত বিভাজন বাড়াবে।’

ওয়েইসি বলেছেন, নির্যাতিতদের আশ্রয় দেওয়া উচিত। কিন্তু ধর্ম বা জাতীয়তার ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া উচিত নয়।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগে বলেছিলেন, ‘ভারতে সংখ্য়ালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে উসকানি দেওয়া হচ্ছে। সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। এই আইনে তেমন কোনো ব্যবস্থা নেই। এটা নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি আইন।’

সূত্র: ডয়চে ভেলে