চিতলমারীতে শেখ রাজিয়া নাসের মহিলা মাদ্রাসা ও এতিম খানার নির্মান কাজের উদ্বোধন

0
305

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মীনি ও এমপি শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের নামে মহিলা মাদ্রাসা ও এতিম খানার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ২ টায় চিতলমারী দাখিল মাদ্রাসার সামনে প্রস্তাবিত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা উপজেলা যু্লীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নের্তৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার সুপারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।