কবিতা: ভাষা

0
257

ভাষা
মাসুম বিল্লাহ

রক্ত দিয়ে কেনা মোদের
সোনার বাংলা ভাষা,
এ ভাষাতে কথা বলে
পুরায় মনের আশা।

মাতৃভাষা বাংলা আমার
কত সুন্দর বুলি,
এ ভাষাতে কথা বলে
জেলে চাষা কুলি।

ভাষার জন্য মোদের দেশে
পড়লো লাশের সারি,
রক্ত নদী বয়ে গেলো
একুশে ফেব্রুয়ারী।

আনলো যারা স্বাধীন ভাষা
বক্ষে বোমা সয়ে,
ইতিহাসের পাতায় তাঁরা
থাকবে অমর হয়ে।