দুর্গাপুরে এক রাতে পল্লী বিদ্যুতের ২ ট্রান্সফরমার চুরি

0
1275

রাজেশ গৌড়,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক রাতে ২টি ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো একসময়ে উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাগান গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার সকালে এলাকাবাসী বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের খোলস ও ভাঙা অংশ দেখে চুরির বিষয়টি জানতে পারেন তারা। চোর চক্র বিদ্যুতের ট্রান্সফরমারের খোলস রেখে ভেতরের দামি তামার তার ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়,এখন প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। পূর্বেও ১৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এখন আরও ২টি নিয়ে মোট ১৭টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন,এমন চুরির ঘটনা আমরা এই প্রথম দেখেছি,আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটতে দেখেনি।

সদর ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম বলেন,ট্রান্সফরমার চুরির খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করেছি।

পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন বলেন,ট্রান্সফরমার চুরির খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এখন প্রায়ই চুরির ঘটনা ঘটেছে। চুরি রোধ করতে সবাইকে সচেতন থাকতে হবে।