৬ ফেব্রুয়ারি “নদীর সাথে কথোপকথন” ও “নীল জল দিগন্ত ছুঁয়ে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

0
872

বিশেষ প্রতিনিধি:– ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল ৪টায় অমর একুশে বইমেলা ২০২৪ প্রাঙ্গনের মুক্ত মঞ্চে কবি হারুন অর রশীদ সম্পাদিত ১৩ কবির (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) যৌথ কাব্যগ্রন্থ “নীল জল দিগন্ত ছুঁয়ে” এবং জামালপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক এবং রাজনীতিবিদ কবি আবু সায়েম মো. সা-আদাত উল করীম এর কাব্য গ্রন্থ – “নদীর সাথে কথোপকথন”র মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্পতি জ্ঞাপন করেছেন মো. আবুল কালাম আজাদ, জাতীয় সংসদ সদস্য, জামালপুর ৫ (সদর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির), ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শীর্ষ খবর।

কাব্যগ্রন্থ দুটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার স্টল ২১৮ (বাংলানামা) এবং স্টল ৭৭৮ হতে।