ভারতে বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পে

0
66

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা জারি করে পেটিএম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । চলতি ফেব্রুয়ারির ২৯ তারিখ থেকে কেউ আর পেটিএম ব্যবহার করতে পারবে না। পেটিএম নতুন গ্রাহকদের অনবোর্ডিং, ডিপোজিট গ্রহণ এবং যেকোনো গ্রাহকের অ্যাকাউন্ট, ওয়ালেট এবং ফাস্ট্যাগসে টপ-আপ করবে না। এই তারিখ থেকে বন্ধ থাকবে পেটিএম ওয়ালেটে টাকা রাখা বা ফাস্ট্যাগ পেমেন্টের লেনদেন।

নিয়ম ভঙ্গের কারণে এ সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্ট ওয়ালেটে থাকা অবশিষ্ট টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করতে বা তুলে নিতে পারবেন। পেটিএম গ্রাহকরা কোনো সীমাবদ্ধতা ছাড়াই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট, ফাস্ট্যাগ এবং ন্যাশনাল কমন মোবিলিটি কার্ডে অবশিষ্ট ব্যালেন্স তুলতে বা ব্যবহার করতে পারবেন।