ট্রাক ঢুকে গেল ব্রিজের রেলিংয়ে

0
58

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেইটের পাশে থাকা ব্রিজের রেলিংয়ের মাঝ বরাবর পণ্যবাহী একটি ট্রাক ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক মো. রেজাউল করিম (৩৮) ও সহকারী হেলপার আবু সালেহ (২৫) গুরুতর আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তি থাকা ট্রাকচালক মো. রেজাউল করিম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর সাভারের জামগড়া থেকে জুটবোঝাই করে ভালোভাবেই ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়ে গোয়ালন্দের রেলগেটে পৌঁছানো মাত্রই হঠাৎ পেছনে একটি বড় কাভার্ডভ্যান আমার ট্রাকে সজোড়ে ধাক্কা দিলে আমি নিয়ন্ত্রণ না রাখতে পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দিই। এসময় আমার গাড়ির ষ্ট্রিয়ারিং এ বুকে চাপ লাগে এবং পা আটকে যায়। এসময় আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ব্রিজের রেলিং এ না আটকালে আমি ট্রাকসহ পাশে থাকা বড় একটি গর্তে পড়ে যেতাম। আল্লাহ বাঁচাইছে।’

শুক্রবার সকাল ১০টার দিকে ট্রাকের মালিক বিকাশ বলেন, ‘আমি রাত ২টার দিকে খবর পেয়ে ভোরে ঝিনাইদহ থেকে রওনা দিয়ে ঘটনাস্থলে আসি। পরে জানতে পাই পেছনে থেকে বড় একটি কভার্ডভ্যান আমার ট্রাকটিকে ধাক্কা দেয়। পরে ড্রাইভার ব্রেকে কন্ট্রোল না করতে পেরে ব্রিজের রেলিং এর সাথে লাগিয়ে দেয়। ড্রাইভার ও হেলভার গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এবং ট্রাকটি টেনে তুলে জুট অন্য গাড়িতে পাঠিয়ে দিবো। আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আল মামুদ বলেন, ‘আমরা খবরটি শোনামাত্রই ঘটনাস্থলে আসি। কোনো নিহতের খবর নেই। চালক ও সহযোগী আঘাতপ্রাপ্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ট্রাকটি উদ্ধার করে মালিকপক্ষকের নিকট হস্তান্তর করা হবে।’