বিটিআরসির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

0
96

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর আগারগাওঁস্থ বিটিআরসি ভবনে কমিশনের সকল স্তরের কর্মকতা-কর্মচারীদের উপস্থিতিতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কেক কেটে কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রসঙ্গত,বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ মোতাবেক ৩১ জানুয়ারি ২০০২ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গঠিত হয়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসির গতিশীল কার্যক্রমের ফলে টেলিযোগাযোগ খাত বর্তমান অবস্থানে এসে দাড়িয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে বিটিআরসি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিটিআরসি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। বিটিআরসির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণকে মেধা, দক্ষতা, সততা আর দেশপ্রেম বজায় রেখে কাজ করার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ, অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, প্রশাসন বিভাগের মহাপরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, সিস্টেমস্ এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান, লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক জনাব আশীষ কুমার কুন্ডু।

কমিশন সচিব জনাব মো: নূরুল হাফিজ এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিআরসির সকল স্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।