বগুড়ার শেরপুর একতা উন্নয়ন সংস্থা’র শীতবস্ত্র বিতরণ

0
74

শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ‘শেরপুর একতা উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। (৩০ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের ভীমজানী কার্যালয়ে প্রায় ২০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের হাতে শীত নিবারনের পোষাক তুলে দেওয়া হয়। শেরপুর একতা উন্নয়ন সংস্থার সভাপতি সত্যরঞ্জন রায়ের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ হারুনর রশিদ , সাধারণ সম্পাদক মোঃ খান জাহান আলী, কোষাধ্যক্ষ ভজন চন্দ্র সিংহ, প্রকৌশলী শিহাবুল ইসলাম। ভিডিও কলের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ পর্যবেক্ষণ করেন অত্র সংগঠনের পৃষ্টপোষক ফারুক সরকার ও জাহিদুল ইসলাম রনি। শীতের কাপড় পেয়ে শুবলী গ্রামের রমজান বলেন, কম্বল পেয়ে এই শীতে অনেক উপকার হবে। রাতে ঘুমাতে আর কষ্ট হবেনা। সাধারণ সম্পাদক মোঃ খান জাহান আলী বলেন, অসহায় মানুষের জন্য শীতের কাপড় দিতে পারা একটি ভাল লাগার বিষয়। তাই এর অংশীদার হতে পেরে আমরা গর্বিত। শেরপুর একতা উন্নয়ন সংস্থা শীতার্তদের বস্ত্র বিতরণ ছাড়াও দীর্ঘদিন ধরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি ঔষধ বিতরণ সহ বিভিন্ন মানব সেবামূলক কাজ করে আসছে।