ঈশ্বরগঞ্জে পিঠা উৎসব অনুষ্ঠিত

0
31

মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিশ্রুতি মডেল উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার পৌর এলাকার প্রতিশ্রুতি মডেল উচ্চ বিদ্যালয়ের কিন্ডার গার্ডেন শাখার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ আলমগীর কবির।
ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান ভূইয়া রাসেল।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন মনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী সাদেক হোসেন ভূঁইয়া প্রমুখ।

পিঠা উৎসবে নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত কি!

পিঠা উৎসবে আসা অবিভাবক রিমা আক্তার বলেন, উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নতুনসব পিঠার সঙ্গে পরিচিত হতে পারছে। বিদ্যালয়ের উদ্যোগে চমৎকার আয়োজন দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাস ছিল মনে রাখার মতো।

পিঠা উৎসবের আয়োজক শোয়েব মোহাম্মদ রুপু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ এবং সম্প্রীতির মেলবন্ধনকে অটুট রাখতে আমাদের এ আয়োজন। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও আয়োজন করা হবে।