চিতলমারীতে সমবায়ীদের মাঝে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ও শীতবস্ত্র বিতরণ

0
44

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ও কৃষি বান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমতি লিঃ’ পক্ষ থেকে অর্ধশতাধিক শীতার্ত সমবায়ী সদস্য ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ ও কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারী) দুপুর ১২ টায় স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই এর ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় বারের বিনামূল্যে সমিতির সদস্য ও স্থানীয় দুঃস্থ-অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করেণ। একই সাথে সংগঠনের সদস্যদের মাঝে উন্নত প্রযুক্তিতে মৎস্য চাষ ও সবজি উৎপাদন সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য রিনা বিশ্বাস, সহকারী শিক্ষক রমেশ বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। কৃষি ও মৎস্য বিষয়ক পরামর্শ শেষে অতিথিরা সংগঠনের সদস্য ও অসাহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন।