বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন

0
60

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: “আত্মমর্যাদার পরিবেশ কুষ্ঠ কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপিত হয়েছে।

আজ ২৮ জানুয়ারি রবিবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় কুষ্ঠ কর্মসূচি অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবান সদর হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সিনিয়র ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এম এম নয়ন সালাউদ্দিন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা , সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ভানু মারমা, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনালের বাংলাদেশের জেলা সমন্বয়কারী জিং দুই অম বম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কুষ্ঠ আর মরণব্যাধি নয় । বর্তমানে এই রোগের চিকিৎসা রয়েছে । তাই কুষ্ঠ রোগীদের ঘৃণা না করে তাদের প্রতি সকলে আন্তরিক হবার আহ্বান জানান।