কুষ্টিয়ার ৪ টি আসনের ১টিতে নৌকা ও ৩টিতে সতন্ত্র প্রার্থী বিজয়ী

0
81

কুষ্টিয়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে কুষ্টিয়ার ৪টি আসনে ১টিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক বিজয়ী হয়েছে অপর ৩টিতে সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছেন।

রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর নির্ধারিত বিরতি শেষে শুরু হয় গণনা। রোববার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহতেশাম রেজা ৪টি আসনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (নৌকা) প্রতীকে ১২৭৮০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঈগল) প্রতীক পারভেজ আনোয়ার তনু ৪২১৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যান্য প্রার্থী বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ প্রার্থী কে এম জহুরুল ইসলাম (টেলিভিশন) ২৭০ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী মেহেদী হাসান রিজভী (ফুলের মালা) ৩৩৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী ফরিদ উদ্দিন শেখ (আম) ৫৬৯ ভোট পেয়েছে। আসনটিতে ভোটার সংখ্যা ৪১৫০৯৪জন। মোট বৈধ ভোটের সংখ্যা ১৭১১৫৭ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪৩৭৬ ভোট, সর্বমোট প্রদত্ত ভোট ১৭৫৫৩৩ ভোট।

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত সতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক প্রতীকে ১১৫৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ জাসদ সভাপতি হাসানুল হক ইনু ৯২৪৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যান্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন প্রার্থী আরিফুর রহমান (নোঙ্গর) প্রতীকে ২২২ ভোট, সতন্ত্র প্রার্থী ডাঃ ইফতেখার মাহমুদ (মোড়া) প্রতীকে ২২০৪ ভোট, জাতীয় পার্টি মুহা: শহিদুল ইসলাম ফারুকী (লাঙ্গল) প্রতীকে ১২০৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী বাবুল আক্তার(চেয়ার) প্রতীকে ১৩৯৮ ভোট, সতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ (ঈগল) প্রতীকে ৭৪২ ভোট, সতন্ত্র প্রার্থী সরদার মুস্তানজিদ (কেটলি) প্রতীকে ২৩৯ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪৫১৯৩৬জন। মোট বৈধ ভোটের সংখ্যা ২১৪২৫২ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৫৯৮৫ ভোট, সর্বমোট প্রদত্ত ভোট ২২০২৩৭ ভোট।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী (ট্রাক) প্রতীকে ৮৯২৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নাজমুল হুদা (ঈগল) ৫৩১০৫ ভোট ও আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা ৪৮৯৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যান্য প্রার্থী সতন্ত্র মহাঃ ফিরোজ আল মামুন (কেটলি) প্রতীকে ৮০৯৯ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মজিবুর রহমান (হাতুড়ি)প্রার্থী ৫৮১ ভোট, তৃনমুল বিএনপির আনিছুর রহমান (সোনালী আশ) ৬০৭ ভোট, জাতীয় পার্টি শাহরিয়ার জামিল (লাঙ্গল) ১৩১৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সাজেদুল ইসলাম (ছড়ি) ৮৪ ভোট, বাংলাদেশ কংগ্রেস সেলিম রেজা (ডাব) ২৭৪ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শরিফুল কবির স্বপন (মশাল) ২৬৫৮ ভোট পেয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩৮০২৮৭জন। মোট বৈধ ভোটের সংখ্যা ২০৪৯৫৬ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪২০২ ভোট, সর্বমোট ২০৯১৫৮ ভোট প্রদত্ত হয়েছে।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে সতন্ত্র প্রার্থী আবদুর রউফ(ট্রাক)প্রতীকে ৯৮০৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ৮০১১১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যান্য প্রার্থী তৃনমুল বিএনপি আবু সামছ মো: খালেকুজ্জামান (সোনালী আশ)২৩৯ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন আলতাফ হোসেন( ফুলের মালা) ১৯৪ ভোট, জাতীয় পার্টি আয়েন উদ্দিন(লাঙ্গল) ৫৩৩ ভোট, বাংলাদেশ কংগ্রেস রাশেদুল ইসলাম(ডাব) ২৪৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি শহিদুল ইসলাম(আম) ৩৬৭ ভোট, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ হারুনার রশিদ( টেলিভিশন) ১৬৭৮ ভোট পেয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩৯৬৫৯৫জন। মোট বৈধ ভোটের সংখ্যা ১৮১৪০৬ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৮৮৯ ভোট, সর্বমোট ১৮৫২৯৫ ভোট প্রদত্ত হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিজয়ী হয়ে হ্যাট্রিক করেছেন। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু ১৪দলের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেও পরাজিত হয়েছেন। এই আসনটির বিজয়ী প্রার্থী কামারুল আরেফিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পর এবারের নির্বাচনে জনগণের রায়ে এমপি নির্বাচিত হয়েছেন। অপর দিকে কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দুইবারই সতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে কুষ্টিয়া-৪ আসনে আবদুর রউফ ২০১৪ সালে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।