রামগঞ্জে ছাত্রদলনেতা সহ বিএনপির চার নেতা গ্রেফতার

0
58

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক: লিফলেট বিতরণকালে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রামগঞ্জ থানার এস আই কাউসারুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসরের নামাজের পর পৌর কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আশরাফ পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, ছাত্রদল নেতা মামুন।

গ্রেফতারের বিষয়টি রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান নিশ্চিত করেন।

এদিকে চার নেতার গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হক মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামান সহ সিনিয়র নেতারা।

এক বিবৃতিতে নেতারা বলেন, বিএনপির আন্দোলন দমানোর জন্য সরকারের কোনো কৌশলই সফল হবে না। বিএনপির নেতৃত্বও দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাউছারুজ্জামান জানান, নাশকতা ও পূর্বের মামলার ভিত্তিতে চার জনকে গ্রেফতার করা।