ধামরাইয়ে নৌকা প্রতিকের নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত

0
47

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: আসন্ন ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৯৩ ঢাকা-২০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর সমর্থনে বাংলাদেশ স্বর্ণশিল্পী ও জুয়েলারি মালিক সমিতি ধামরাই উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী উঠোন বৈঠক ধামরাই পৌরসভার মোকামটোলা নায়েব আলী মার্কেটের উপর বুধবার(২৭ ডিসেম্বর) রাত নয়টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০এর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৭১এর মহান মুক্তিযোদ্ধকালীন ধামরাই থানার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির,ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য ও ধামরাইয়ের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শফিক আনোয়ার গুলশান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নন্দ গোপাল সেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আলম রকেট, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু আশীষ কুমার মজুমদার, ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ মোকছেদ আলী ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন বাংলাদেশ স্বর্ণশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক বাবু দীনেশ চন্দ্র পাল, নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, ঢাকার জুয়েলারি ব্যবসায়ী কাঞ্চন বনিক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার, ২নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর তোবারক হোসেন কামাল, যুবলীগ নেতা খন্দকার লিমন,ধামরাই পোর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, ছাত্রলীগ যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ, স্বর্ণশিল্পীবৃন্দ জুয়েলারি মালিক গন নিজ নিজ বক্তব্যে সকলেই একযোগে নৌকা প্রতীকে তাদের মূল্যবান ভোট দিয়ে‌ স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।