ধামরাই কুশুরা মহাশ্মশান ঘাটের কালী মন্দির আগুন দিয়েছে দুবৃত্তরা

0
266

রনজিত কুমার পাল, ঢাকা জেলা প্রতিনিধি: ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধ্য দিয়ে বহমান নদীর পাড়ে অবস্হিত হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশান ঘাটের শ্রীশ্রী কালী মন্দিরে আগুন দেয় দুষ্কৃতকারীরা। স্থানীয় লোকজন দেখে ফেলায় বড় রকমের দুর্ঘটনা ঘটেনি।

দীর্ঘদিন ধরে একটি মহল এই মহাশ্মশানের জমি দখল করতে চাচ্ছে বলে অভিযোগ করেন উক্ত মন্দির কমিটির লোকজন।

জানা যায়, প্রায় বিশ দিন আগে এক ব্যক্তির সাথে উক্ত মন্দির পরিচালনা কমিটির বিরোধ সৃষ্টি হলে কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: নুরুজ্জামান কাগজ পত্র যাচাই করে তার সিদ্ধান্ত জানিয়ে দেন ঐ জমির মালিক ঐ ব্যক্তি নয়।

গত ২২শে মে সন্ধ্যায় উক্ত মন্দিরে পূজা শেষে মন্দিরের লোকজন বাড়ি চলে গেলে উক্ত মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে মন্দিরে আগুন দেওয়ার ঘটনা শুনে হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে উপস্হিত হয়ে হতবিহ্বল হয়ে পড়েন।

উক্ত মন্দির পরিচালনা কমিটির গৌর রাজবংশী, রামগোপাল সহ মন্দির পরিচালনা কমিটির একটি প্রতিনিধি কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো : নুরুজ্জামান এর সাথে সাক্ষাৎ করে অভিযোগ প্রদান করেন।

পরবর্তীতে উক্ত মন্দির কমিটি ধামরাই থানায় ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করেন বলে জানা যায়।