ধামরাই উপজেলা নির্বাচনে আ: লতিফ চেয়ারম্যান, জুয়েল ও আফরোজা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

0
274

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ধামরাই উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ। বেসরকারি ফলাফলে আনারস প্রতীকে ৪২ হাজার ৯শত ৫৮ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলার সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ও পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাত ১১টার দিকে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ২য় ধাপের ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার খান মোঃ আবদুল্লা আল মামুন । এসময় উপজেলার নির্বাচনী কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ছিলেন।

তথ্য সূত্রে জানা গেছে, আনারস প্রতীকে আব্দুল লতিফ ৪২ হাজার ৯শত ৫৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালেদ মাসুদ খান লাল্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৬শত ৩৩টি ভোট পেয়েছেন ও মোঃ মোহাদ্দেছ হোসেন ঘোড়া প্রতীকে ৩৫ হাজার ৭শত ৩৭ ভোট পেয়েছেন,চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট যথাক্রমে আহাম্মদ হোসেন কৈ মাছ প্রতীকে ১৪ হাজার ৯শত ৪৫ ভোট,সুধীর চৌধুরী হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৮শত ৯৬ ভোট,অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪শত ৪৫ ভোট।

বিজয়ী প্রার্থী নিকট প্রতিদ্বন্দ্বীর থেকে ৪২৯৫ ভোট বেশি পেয়েছেন। উপজেলা পরিষদের এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ১৫৪০৩২ ভোট এরমধ্যে অবৈধ ভোট হিসেবে বাতিল হয়েছে চেয়ারম্যান পদে ৭৪০৬ ভোট।
ভোট পড়ার গড় হার ৪২.৬৫

এদিকে ভাইস চেয়ারম্যান পদে জুয়েল রানা বই প্রতীকে ৫২হাজার ৩শত ৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: সিরাজ উদ্দিন চশমা প্রতীকে ৪৪ হাজার ৮শত ৬০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে হাফিজুর রহমান টিউবওয়েল প্রতীকে ১৯হাজার ৩শত ৬ভোট পেয়েছেন,আব্দুর রহমান ১৬ হাজার ৪শত ৮০ ভোট পেয়েছেন, ইমরান খান তালা প্রতীকে ৭ হাজার ১৬ ভোট,শামিনুর রহমান টিয়া প্রতীকে ৪ হাজার ৭শত৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফরোজা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫৭হাজার ৫শত ৮৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রার্থী আন্নিসা লাভলী প্রজাপতি প্রতীকে ২৮ হাজার ৪শত ৯০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট যথাক্রমে সুরাইয়া আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১শত ১১ভোট,খোদেজা খানম কলস প্রতীকে ১৭ হাজার ৬শত ৫২ভোট,জয়া হোসেন ফুটবল প্রতীকে ১১হাজার ৫শত ৯৮ভোট পেয়েছেন।

ধামরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯টি ওয়ার্ড মিলে ১৪৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।