সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শেরপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

0
68

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার শেরপুরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দুইদিন প্রশিক্ষণ কর্মসুচী উদ্বোধন হয়েছে। ২৬ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান।

উপজেলা নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( শেরপুর সার্কেল) সজীব শাহরিন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা প্রমুখসহ উপজেলার সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য ভোটগ্রহণকারী সকল কর্মকর্তা।

উক্ত প্রশিক্ষণে জেলা প্রশাসক রিটার্নিং অফিসার শেরপুর সকল প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তাদের কর্মপদ্ধতি, অর্পিত দায়িত্ব ও ক্ষমতাবলী এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।