বগুড়ার শেরপুরে ১১ কি.মি সড়কের প্রশস্তকরণ কাজের উদ্বোধন

0
336

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা-ভবানীপুর পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)অধীনে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শেরপুর জিসি-নিমগাছি জিসি ভায়া শেরুয়া বটতলা-ভবানীপুর ইউনিয়ন সড়কের (শেরপুর অংশ) উন্নয়ন কাজ। এতে প্রকল্পের ব্যয় ধরা হয়ে ১৭ কোটি ৫৯ লক্ষ ২০ হাজার টাকা।

২৪ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলায় এক কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় আরডিআইআর ডবিøউ এস পি প্রকল্প পরিচালক মো. আব্দুল বারেক মন্ডল, বগুড়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা প্রকৌশলী মো. লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল কালাম আজাদ, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বরেন্দ্র কন্সট্্রাকশন লিমিটেডের পরিচালক আসাদুজ্জামান লিটন, উপ-সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)অধীনে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শেরপুর জিসি-নিমগাছি জিসি ভায়া শেরুয়া বটতলা-ভবানীপুর ইউনিয়ন সড়কের(শেরপুর অংশ) উন্নয়ন কাজ। এ রাস্তার সংস্কার কাজে পূর্বে ১২ ফুট কার্পেটিং থাকলেও সেক্ষেত্রে সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজে বৃদ্ধি করে ১৮ ফুট কার্পেটিং করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়।