বিএনপির অবরোধের বিরুদ্ধে কুষ্টিয়ায় আ’লীগ নেতা ফারুকের নেতৃত্বে শান্তি মিছিল

0
103

কুষ্টিয়া প্রতিনিধিঃ বিএনপি-জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে কুষ্টিয়ায় শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান এর নেতৃত্বে এ শান্তি মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় প্রকৌশলী ফারুক উজ জামান বলেন, বিএনপি-জামাত আগামী ৭জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। খুনি সন্ত্রাসীর দল বিএনপি-জামাত কোন ভাবে ক্ষমতায় আসতে পারবে না। নির্বাচন বানচাল করতে বিএনপি বার বার দেশে অবরোধ কর্মসূচি পালন করছে। এতে জনগন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি-জামাত জ্বালাও পোড়াও করে জনগণকে ভয় দেখাতে পারে৷ জনগন যাতে শান্তিপূর্ণভাবে ভাবে চলতে পারে সে লক্ষ্যে বিএনপির অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। আওয়ামী লীগ শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। তিনি আরো বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিতে আমরা রাজপথে রয়েছি। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে থাকবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারেও জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। জনগণের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে। বিএনপিকে নির্বাচনে আসার জন্য বার বার আহব্বান জানিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন থেকে তাদেরকে বলেছে বিএনপি নির্বাচনে আসলে নির্বাচনী সময় বাড়ানো হবে। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বিএনপির মনে রাখা উচিৎ জ্বালাও পোড়াও করে ক্ষমতায় যাওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচনের সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ভাইয়ের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। নির্বাচনে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, বিএনপির ডাকা অবরোধে কুষ্টিয়ায় তেমন কোন প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। তবে ২২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় হানিফ পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিলো। এ ঘটনায় দুইজনকে পুলিশ আটক করেছে।

এদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ বিএনপির অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিএনপি-জামাতের সকল নাশকতা মোকাবিলা করার ঘোষণা দেন আওয়ামী লীগ নেতারা।