চিতলমারীতে সাংবাদিক সাফার মাতা পরলোকে, বিভিন্ন মহলের শোক

0
164

সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সাফার মাতা জরিনা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) বিকাল পৌনে ৫ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেণ। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ, সহযোগি সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠন, চিতলমারী উপজেলা প্রেসক্লাব, শেরে বাংলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ- সভাপতি শেখ নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, মোঃ শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর উকিল, সদস্য সচিব অহিদুজ্জামান পান্নাসহ চিতলমারী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।