মোংলায় নন-এমপিও শিক্ষকদের আর্থিক সহায়তা বিতরণ

0
98
মোঃ সোহেল মোংলা প্রতিনিধি: করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নন-এমপিও শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভূক্ত এবং জাতীয়করণ করবে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকতাকে চাকরী হিসেবে না দেখে জীবনের ব্রত হিসেবে দেখতে হবে।
শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা বিস্তারে নিবেদিত হতে হবে। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ননএমপিও শিক্ষক-শিক্ষিকা-কর্মচারিদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হোসেন হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল ও আলীম মাদ্রাসার ৬৯জন শিক্ষক-শিক্ষিকা-কর্মচারির মাঝে ৩ লাখ ২৫ হাজার টাকা চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের আর্থিক সহায়তায় জেএসসি, এসএসসি এবং এইচএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।
অন্যদিকে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সকাল ১১টায় মোংলা উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ১১৭জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১১ লাখ ৩৯ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া প্রধান হিসেবে খুলনা সিটি মেয়র মোংলা উপজেলা বিভিন্ন এতিমখানায় জিআর চাল বিতরণ করেন বলে জানা যায়। খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মোংলা উপজেলা পরিষদ মডেল জামে মসজিদের উন্নয়ন কার্যক্রমসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।