জম্মু-কাশ্মীরের নতুন লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা

0
86

জম্মু-কাশ্মীরের নতুন লেফটেনেন্ট গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপি নেতা মনোজ সিনহা। আগের লেফটেনেন্ট গভর্নর জে সি মুর্মুর পদত্যাগের পর তার নাম ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিবালয় এক বিবৃতিতে মনোজের নিযুক্তির কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। নতুন উপরাজ্যপাল হিসেবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।’ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বর্ষপূর্তিতেই মুর্মু পদত্যাগ করেন। গত বছরের ৩১ অক্টোবর তাকে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রথম লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগ দেয়া হয়েছিল।

৬১ বছর বয়সী নতুন লেফটেনেন্ট গভর্নর মনোজ ভারতের প্রধানমন্ত্রী পদে মোদির প্রথম মেয়াদে রেল ও টেলিকম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।