লালমনিরহাটে শ্মশান ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

0
71

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়া সাড়ডুবি এলাকায় শ্মশান ভাংচুর, অগ্নিসংযোগ ও পূজা করতে বাধা দেয়ার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সনাতন সম্প্রদায়ের লোকজন । এ সময় ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করে স্থানীয় প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটামও দেন সনাতন সম্প্রদায়ের নেতারা।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার মেডিকেল মোড় গোল চত্তরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। এর আগে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মহাজোট লালমনিরহাট জেলার সভাপতি রনবীর মিত্র বসুনিয়া, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র, বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশ্মশানের মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র, পূজারী নিরো বালা, অমল চন্দ্র রায়, দিপঙ্কর রায়, যোগেশ চন্দ্র রায় প্রমূখ।

মানববন্ধনে বুড়া সাড়ডুবি সার্বজনীন মহাশ্মশানের সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র বলেন, প্রথমে স্থানীয় কিছু লোকজন আমাদের মহাশ্মশান ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। কিন্ত পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমাদের পূজা আর্চনা করতে দিচ্ছেন না। আমরা এর সঠিক বিচার চাই।

বাংলাদেশ জাতীয় মহাজোট লালমনিরহাট জেলার সভাপতি রনবীর মিত্র বসুনিয়া বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি জড়িতদের আইনের আওতা এনে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহন করবো।

জানা গেছে, ১৯৪০ ও ১৯৬২ সালে রেকর্ডে শশ্মান উল্লেখ থাকলেও স্বাধীনতা পরবর্তীতে ওই শ্মশান কৃষি জমি হয়ে যায় এবং ১৯৯০ সালে ব‌্যক্তি মালিকানা নামে রেকর্ড ভুক্ত হয়। বেশ কিছু দিন আগে সনাতন ধর্মের কিছু ব‌্যক্তি শ্মশান দাবী করলে বিরোধী সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ‌্যে হামলা-ভাংচুরের পাল্টা-পাল্টি অভিযোগ উঠে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, পুর্বে শ্মশান ছিলো এমন দাবী থাকলেও নতুন রেকর্ড ব‌্যক্তি মালিকানা এবং আবাদী জমি। এ নিয়ে পাল্টা-পাল্টি অভিযোগও রয়েছে। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।