হাতীবান্ধায় মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
77

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বে-সরকারি টিভি চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলায় মোহনা টেলিভিশনের অফিসে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উর্যাপন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন।

মোহনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের আয়োজনে এ সময় আরো উপস্থিত ছিলেন, হাতীবান্ধা প্রেসক্লাবে’র আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস পবন বসুনিয়া, নিউজ বিজয় 24 এর সম্পাদক ফারুক হোসেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাহাঙ্গীর আলম রিকো, আনন্দ টেলিভিশনের আব্দুর রহিম, দৈনিক আমাদের সময়ের সাংবাদিক নুরনবী সরকারসহ স্থানীয় সংবাদকর্মী।