কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজের ৫তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

0
378

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহি সরকারী মাহতাব উদ্দীন কলেজের ৫তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভবনের ভিত্তি প্রস্তরের নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সরকারী মাহতাব উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কান্তি বিশ^াস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত কুমার পাল, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহানাজ পারভিন, কলেজিটির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মাহবুবার রহমান ও মো. মনিরুল ইসলাম, সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক সুব্রত নন্দী।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদারাস, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তারা নির্বাচন সামনে এলেই জ¦ালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট প্রার্থনা ও দেওয়ার আহবান করেন।