রাজারহাটে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে আগাম জাতের রোপা-আমন ধান কাটা শুরু

0
207

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে আগাম জাতের রোপা-আমন ধান কাটা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সর্ববৃহৎ একটি ধানের প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।

গত তিন মাস পূরাজারহাটে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে আগাম জাতের রোপা-আমন ধান কাটা শুরুর্বে উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিৎ মৌজায় একই প্লটে ৮০জন কৃষকের ১৫০বিঘা জমিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে সরকারি সার-বীজ দিয়ে বজিতলা তৈরী ও চারা রোপন করে দেয়া হয়েছিল। কৃষকরা এর পরিচর্যা করেছেন। ধান পাকার পর কৃষি সম্প্রসারণের অর্থায়নেই কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে তা কর্তন করে দেয়া হচ্ছে। এর মাধ্যমে বছরে একই জমিতে তিনবার ফসল ফলাতে পারবেন কৃষক। প্রযুক্তির সাহায্যে অল্প খরচে ধানের চারা রোপন এবং কর্তনের পাশাপাশি ত্রি-ফলন বিষয়ে উদ্বুদ্ধ হবেন কৃষক। সোমবার কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তন উপলক্ষে ছত্রজিৎ গ্রামে এক আলোচনা সভায় এসব তথ্য জানান উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু,থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান,রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান,কৃষক প্রতিনিধি সুজিত রায় বক্তব্য দেন। আলোচনা সভায় স ালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তি রানী।