শ্রীনগরে মা ইলিশসহ দুজন আটক

0
232

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ বহণ করার অপরাধে শামীম (২০) ও শান্ত (২২) নামে দুজকে আটক করেছে পুলিশ। রোবাবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মধ্য বাঘড়া বেপারী বাড়িতে মা ইলিশ বেচাকেনা হচ্ছিন এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া পুলিশ ফড়ির এএসআই মাহমুদুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেন।

এ সময় ককশেড ভর্তি প্রায় ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত শামীম মধ্য বাঘড়ার আব্দুর রহিমের ছেলে এবং শান্ত একই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, সরকারের নিষেধাজ্ঞা অমান্য অসাধু ব্যক্তিরা পদ্মার চর থেকে মা ইলিশ এনে এলাকায় বিক্রি করছে। বাঘাড়া বেপারী বাড়ি ও বাঘড়া বাজার সংলগ্ন পদ্মার চর এলাকায় সুযোগ বুঝে মা ইলিশ বেচাকেনা হচ্ছে।
স্থানীয় গ্রাম পুলিশ আবু সাঈদ বলেন, আজা বেপারী বাড়িতে ককশেডে ইলিশ বেখে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে বাঘড়া ফাড়ির পুলিশ ইলিশসহ দুজনকে আটক করেন।

বাঘড়া পুলিশ ফাড়ির এএসআই মো. মাহমুদুল বলেন, এ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।