কুষ্টিয়ার আমলাপাড়া পূজা মন্দিরে দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় হানিফ এমপি

0
151

কুষ্টিয়া প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। কুষ্টিয়া শহরের আমলাপাড়া সার্বজনীন মন্দিরে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহাসপ্তমীর দিনে রাত ৯টার দিকে আমলাপাড়া মন্দির কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মন্দির কমিটির সভাপতি ও সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার গৌরব চাকী ও মন্দিরে সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বুদ্ধদেব কুন্ডু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী।

এতে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় আগরওয়ালা, জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি অমিত কুমার, সাধারণ সম্পাদক সিমান্ত, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক হাসিব কোরাইশী প্রমূখ। অনুষ্ঠানে মন্দির কমিটি ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হানিফ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এদিকে ব্যারিস্টার গৌরব চাকীর তত্বাবধানে দিনব্যাপী শহরের বিভিন্ন মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন এমপি হানিফ।

প্রধান অতিথি মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ দেশে কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বৌদ্ধ সে পরিচয় বড় নয়। বড় কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশের বাঙালি।

হানিফ এমপি বলেন, বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই উৎসবকে ঘিরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলে মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার আহ্বান করেন। এছাড়া আমলাপাড়া মন্দির সহ বিভিন্ন মন্দিরে বস্ত্র বিতরন করেন তিনি।