কুয়েটে “ইগনিশন ২০২৩ঃ ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত

0
117

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “ইগনিশন ২০২৩ঃ ন্যাশনাল মেকানিক্যাল ফেস্টিভ্যাল” অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ফেস্টিভ্যালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন।

অনুষ্ঠানের কো-কনভেনর হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ গোলাম কাদের এবং সভাপতিত্ব করেন ইগনিশন ২০২৩ এর কনভেনর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জহির উদ্দিন আহম্মেদ। ফেস্টিভ্যালে কুয়েটসহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করন।

ফেস্টিভ্যালে সেমিনার, কী নোট সেশনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিলো মেকানিক্স অলিম্পিয়াড, গেমিং, সসার বোট, প্রজেক্ট শোকেসিং, কেস স্টাডি, ক্যাড কনটেস্ট, এলএফআর, পোস্টার প্রেজেন্টেশন। শিক্ষার্থী ছাড়াও ফেস্টিভ্যালে গবেষক, শিক্ষক, দেশের স্বনামধন্য প্রকৌশলী ও প্রযুক্তিবিদগণসহ অন্যান্যরা অংশগ্রহন করেন। ফেস্টিভ্যালে সহযোগী হিসেবে ছিলো এসিআই মটরস, বাটা, স্টারটেক ও সোনালী ব্যাংক লিমিটেড।

উল্লেখ্য, ০৬ অক্টোবর শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।