কেএমপি’র অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৬ জুয়াড়ি গ্রেফতার

0
262

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১৩ অক্টোবর শুক্রবার রাত ০৯.২০ ঘটিকার সময় খুলনা থানাধীন সাউথ সেন্ট্রাল রোডস্থ বাড়ি নং-৬৪, জনৈক শারমিন সুলতানার বাড়ির নিচতলার রুমের মধ্যে জুয়া খেলার সময় জুয়াড়ি ১) মোঃ সোহেল(৩৮), পিতা-মোঃ শাহাদাৎ শেখ, সাং-শেরে বাংলা রোড, থানা-খুলনা; ২) জি.এম খায়রুল বাসার(৬৫), পিতা-শাহজাহান গাজী, সাং-বড়দাল বাজার, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা; ৩) মোঃ ইমাদুল হক(৫২), পিতা-মৃত: আব্দুল আজিজ খলিফা, সাং-নতুন বাজার লঞ্চঘাট, থানা-খুলনা; ৪) মোঃ কামরুজ্জামান(৫৩), পিতা-মৃত: নুরুল হক, সাং-বাগমারা পূর্ব রুপসা, থানা-রুপসা, জেলা-খুলনা; ৫) খায়রুল ইসলাম শেখ(৪৬), পিতা-তোফায়েল উদ্দিন শেখ, সাং-চালনা গরখালী, থানা-দাকোপ, জেলা-খুলনা; ৬) মোঃ রোকুনুজ্জামান(২৮), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-মঠবাড়ি, থানা-কয়রা, জেলা-খুলনা; ৭) মোঃ আবুল হাসান(৩২), পিতা-মোঃ আব্দুল মান্নান মোড়ল, সাং-মহেশ্বরীপুর, থানা-কয়রা, জেলা-খুলনা; ৮) কাজল সরকার(৪৫), পিতা-মৃত: চিন্তা হরণ সরকার, সাং-রংপুর, থানা-আড়ংঘাটা; ৯) মোঃ আব্দুল্লাহ আল মামুন(৩৫), পিতা-মোঃ কামরুল ইসলাম, সাং-মদিনাবাদ, থানা-কয়রা, জেলা-খুলনা; ১০) মোঃ মনিরুজ্জামান(৬৫), পিতা-মৃত: নুর মোহাম্মদ মল্লিক, সাং-সরুই, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট; ১১) মোঃ মোমরেজ সর্দার(৫০), পিতা-মৃত: আহম্মদ সর্দার, সাং-১৩১/১১, নিরালা দিঘীর পশ্চিমপাড়, থানা-খুলনা; ১২) আব্দুল কাইয়ুম(৬০), পিতা-মৃত: আব্দুল হামিদ, সাং-১৫/২, হাজী ইসমাইল লিংক রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ১৩) মোঃ সিদ্দিকুর রহমান(৫৪), পিতা-আব্দুল জব্বার হাওলাদার, সাং-দিয়ারা, থানা-রুপসা, জেলা-খুলনা; ১৪) মোঃ আবু সাঈদ মোড়ল(৩৫), পিতা-মৃত: করিম মোড়ল, সাং-কালিকাপুর, থানা-কয়রা, জেলা-খুলনা; ১৫) এস এম খোরশেদ আলী(৬৪), পিতা-মৃত: মোকছেদ আলী সর্দার, সাং-শাহপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ১৬) মোঃ ইকবাল হোসেন(৫২), পিতা-মৃত: জিহাদ আলী, সাং-ঘুগরাকাঠি, থানা-কয়রা, জেলা-খুলনা’দেরকে জুয়া খেলার সরঞ্জাম ২০ সেট তাস এবং ৩৪,০৩১ (চৌত্রিশ হাজার একত্রিশ) টাকাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে খুলনা থানার ননএফআইআর নং-৩৩৮, তারিখ-১৩/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অধ্যাদেশ দাখিল করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ১৪ অক্টোবর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।