মহামায়া

0
150

মহামায়া
সুদীপ চন্দ্র হালদার

তুমি জগত জননী, আমার পদ্মকোষের শ্বাস,
তোমারি করুণাতে চলে মহাবিশ্বের আখ্যান,
অনন্ত চরাচরে তুমি ভিন্ন অস্তিত্ব নেই,
তোমারি অনুগ্রহে মাগো জীবন যে চালাই।

তুমি সচ্চিদানন্দরূপিণী মহামায়া, পরাশক্তিময় মায়াপ্রকৃতি,
অরূপা হয়েও ভক্তের কৃপায় বহুরূপধারিণী,
ব্রহ্মবিদ্যাধিষ্ঠাত্রী, সর্ববেদান্তের মূলভূতা নিত্যা পরমেশ্বরী,
অভিন্ন রূপেতে তুমি পরমাত্মাস্বরূপ, পরমব্রহ্মময়ী।

পবিত্র বেদে তুমি সর্বশ্রেষ্ঠরূপে সর্বাধার পরমাত্মা,
শ্রীচন্ডীতে তুমি আসুরিক শক্তির বিনাশে রুদ্রমূর্তি,
দেবীভাগবতে তুমি ব্রহ্মা, বিষ্ণু, হরের অনুগ্রহকারী,
তোমারি অনুগ্রহে সদা সুরের সুরক্ষা হয় জানি।

শ্রীরামের পূজিতা তুমি দশানন বিনাশে,
ব্রজকুমারীর পূজিতা তুমি লাভে নন্দকুমারে,
যুধিষ্ঠিরের পূজিতা তুমি অজ্ঞাতবাসকালে,
পার্থের পূজিতা তুমি শ্রীকৃষ্ণ নির্দেশে কুরুক্ষেত্রের ময়দানে।

তুমি বীর শিবাজি মহারাজের মা ভবানী,
তুমি বিবেকানন্দ, রামপ্রসাদের মা কালী,
তুমি ব্যামাক্ষেপার তারা, শ্রীঅরবিন্দের ‘মা’তে সুললিত বর্ণন,
তুমি নবরূপে নবরাত্রিতে ভক্তের অভীষ্টপ্রদায়িনী।

ত্রিকালবাধিতা, সৃষ্টি-স্থিতি-প্রলয়ের শক্তিরূপিণী তুমি,
জ্ঞান-ইচ্ছা-ক্রিয়াশক্তিতে তুমি মহাসরস্বতী, মহাকালী, মহালক্ষ্মী,
ব্রহ্মময়ী তুমি, পরিদৃশ্যমান মহাবিশ্বের অতীত,
অনন্তবিশ্বই রূপ তোমার, সর্বশক্তিময়ী বিশ্বপ্রসবিণী তুমি।

দেশকালাদির দ্বারা অপরিচ্ছিন্ন পরব্রহ্ম, তাই তুমি চন্ডী,
ব্রহ্মা, বিষ্ণু, হরের সাধ্যাতীত তোমার বর্ণন, আমি কে বা করিব দুঃসাহস,
তোমারি পূজা করে নদীতটে সুরথ সমাধি স্বারোচিষ শরৎকালে,
তুমি মা দয়াবতী, (আমার) রক্ষাকারী, ভক্তিঅশ্রু দিও ঠাঁই তব শ্রীচরণ।