ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ প্রধানমন্ত্রীর

0
151

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ইতিমধ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হন।

প্রধানমন্ত্রীকে বিদায়ের প্রাক্কালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয় উপদেষ্টা ড.এ বি এম আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আব্দুল কাদের মিয়া এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেকসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।

সফর শেষ করে প্রধানমন্ত্রী ৪ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।