আন্তর্জাতিক

৪.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও এএফপি সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রায় ৮০ মিলিয়ন মানুষের শহরটিতে অন্তত এক মিনিট স্থায়ী একটি কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে, যার কেন্দ্রস্থল ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে।

এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ। দেশটি টেকটোনিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button