নান্দাইলে ৫টি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা

0
156

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃআমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫টি গ্রামকে বৃহস্পতিবার বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়।

উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রাম, নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রাম, চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লা গ্রাম, শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রাম, পৌরসভা গাংঙ্গীনাপাড় গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমের উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃঞ্জ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এসময় আরও বক্তব্য রাখেন নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, ওয়াল্ড ভিশন নান্দাইল এপি ম্যানেজার সুমন রুরাম সহ প্রমুখ।