গাইবান্ধা

তারুণ্যের রোডমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ তারুণ্যের রোডমার্চ উপলক্ষে পলাশবাড়ীতে লিফলেট বিতরন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

১৫ সেপ্টম্বর শুক্রবার বিকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে পলাশবাড়ী পৌর শহড়ের তিন মাথা থেকে জনতা ব্যাংককের সামন পর্যন্ত লিফলেট বিতরণ করেছে পলাশবাড়ী উপজেলা ো পৌর স্বেচ্ছাসেবক দলে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক রফিক বলেন, সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চের ঘোষণা দেয়া হয়েছে সারা দেশের যুব ও তরুণ সমাজ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এতে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের হাত ধরেই একটি অদম্য, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে রফিকুল বলেন, রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার। তিনি বলেন, তারেক রহমানসহ ৫০ লক্ষ নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button