গাইবান্ধা
গাইবান্ধায় ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— শরিফ মিয়া (২৮) ও আজগর আলী (২৫)। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর সাথালিয়া ওয়াবদা বাধের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
শরিফ মিয়া উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী নাদুর ছেলে ও আজগর আলী একই গ্রামের শানু ব্যাপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতারদের দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।