গাইবান্ধা

গোবিন্দগঞ্জে চৌবাচ্চায় প্রতিবন্ধীর ভাসমান মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত প্রতিবন্ধী ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের পূর্বপাশে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চার ভেতর থেকে অজ্ঞাত এই ব্যক্তির মরদেহে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধী (পাগল) ছিলেন। বেশ কয়েক ধরে গোবিন্দগঞ্জ শহরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তার নাম-পরিচয় জানে না কেউ। সোমবার সকালের দিকে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চার পানিতে তার মরদেহ ভাসতে দেখা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন এ তথ্য নিশ্চিত করে, খবর পেয়ে চৌবাচ্চার পানি থেকে অজ্ঞাত ব্যক্তিটির মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও জানা যায়নি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button