ধামরাইতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

0
144

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শাজাহান আলী (২৫) নামে নামের এক মটরসাইকেল আরোহী।

রবিবার (৩ সেপ্টেম্বর )সকাল ৮ ঘটিকায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বাথুলি বাস স্ট্যান্ডে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী (২৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গারমোড় এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে। সে প্রাণ আরএফএল কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হক জানান,আরিচাগামী মোটর সাইকেল আরোহী ঢাকা-আরিচা মহসড়কের বাথুলি বাস স্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত কোন পরিবহনের ধাক্কায় সিটকে পরে মাথায় আঘাত পায় , অনেক রক্তক্ষরণ হয়েছে। ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক শাহজাহান আলী।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) শ্রী সুখেন্দু বসু বলেন, স্থানীয়রা জানালে ঘটনাস্থল পরিদর্শন করা হয় ও নিহতের লাশ ও মটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের আত্মীয়স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।