চিতলমারীর কলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী পালিত
সাগর মন্ডল চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। রবিবার দুপুর ২টায় উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উগ্যোগে দক্ষিণ শৈলদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই শোক সভায় আলোচনা,দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাতলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বাদশা শেখ, সাধারন সম্পাদক মেসকাত আহম্মেদ, উপজেলা যুব লীগের সম্মানিত সদস্য নুর ইসলাম শিকদার, ইউনিয়ন সভাপতি সুমন শেখ জিয়া প্রমূখ।
এ সময় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও ভাতৃ প্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা আওয়ামী লীগনেতা মিজানুর রহমান এবং ২নং কলাতলা ইউনিয়ন যুব লীগের সহ-সভাপতি ও দুবাই প্রবাসী মোঃ নুরুল ইসলাম সরদার।অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছিলেন মোঃ মুজিবুর রহমান সরদার,মোঃ সিদ্দিকুর রহমান সরদার, মোঃ ফারুক ও মাসুম শেখ।