গাইবান্ধা

সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হিরু মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হিরু মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় হিরু মিয়া জমিতে সেচ দেওয়ার জন্য মোটরপাম্প চালু করেন। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেলে মেইন সুইট বন্ধ না করেই সংযোগ ঠিক করছিল। এই মুহূর্তে আবারও বিদ্যুৎ চলে আসলে তারের সংস্পর্শে স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে হিরু মিয়া মারা যান।

এ তথ্য নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, অসাবধান বসত: বিদ্যুৎস্পৃষ্টে হিরু মিয়া মারা গেছেন। এমন ঘটনা খুবই দুঃখজন। এ বিষয়ে সবাইকে সাবধান থাকা দরকার।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button