গাইবান্ধা

গাইবান্ধায় বিপুল পরিমাণ গাজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় বিপুল পরিমাণ গাজাসহ আশরাফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

থানা সুত্রে জানাযায়, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক সন্ত্রাস জুয়াসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এরইদারাবাহিকতায় গত ১৬ আগষ্ট বুধবার সকালে সদর থানা পুলিশের একটি টিম কুপতলা গ্রামের নাখরাজ গ্রামে আব্দুল কাদের মিয়ার দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে চেকিং করার সময় মোটরসাইকেলের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ কেজি গাজাসহ আশরাফুল ইসলাম নামে এক মাদক গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রংপুর জেলার কোতয়ালী থানার নিউ জুম্মা পাড়া এলাকার সহিদার রহমানের ছেলে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন এ ব্যাপারে সদর থানার মামলা নং-২২, তারিখ-১৭/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button